মৌলভীবাজারে শিক্ষক সমিতির সঙ্গে মতবিনিময় সভায় সমাজকল্যাণ মন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৯ মার্চ ২০১৫, ১০:৩৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
প্রাথমিক বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষকদের জ্ঞানের পরিধি সীমিত। শিক্ষকগণকে পাঠদানের সময় মা ও অভিভাবকদের মতো আচরণ করে শিশুদের সু শিক্ষায় শিক্ষিত করার পরামর্শ দেন তিনি।
মৌলভীবাজারে প্রাথমিক শিক্ষকদের একটি সভায় আজ ৯ মার্চ সোমবার প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন সমাজকল্যান মন্ত্রী এমপি ।
মৌলভীবাজার সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আজ সকাল সাড়ে এগারোটায় পৌর জনমিলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়, নবাগত শিক্ষকদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি।
মৌলভীবাজার সদর উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাছিত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার তোফায়েল আহমদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ।