রাজনগরে রায়হান হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে অংশ নিলেন সমাজকল্যাণ মন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৮ মার্চ ২০১৫, ১:৪৪ অপরাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগর চাঞ্চল্যকর রায়হান আহমদ হত্যার প্রতিবাদে ও ঘাতকের ফাঁসির দাবিতে মানববন্ধনে অংশ নিলেন সমাজ কল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপি।
আজ ৮ মার্চ রবিবার দুপুরে রাজনগর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি বলেন, শেখ রায়হানের খুনিদের পুলিশ গ্রেফতার করতে পেরেছে। আইনের গতিতে এর বিচার খুব দ্রুত হবে। খুনিদের ফাঁসির দাবি জানিয়ে মন্ত্রী বলেন দুষ্কৃতিকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি হলে এধরনের অপরাধ করার কেউ দুঃসাহস দেখাতে পারবে না।
রাজনগরবাসীর আয়োজনে মানববন্ধনে আশপাশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক, দক্ষিণ খারপাড়া বন্ধন যুব সংঘ এবং রায়হানের স্বজন ও এলাকার সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, রাজনগর সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান খায়রুল মজিদ সালেক, আইডিয়েল হাই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আব্দুস শহীদ, শিক্ষক শংকর দুলাল দেব, ইউপি সদস্য মাসুক মিয়া, এনামুল হক চৌধুরী, খছরু মিয়া চৌধুরী, রাজনগর ইয়ুথ ডেভলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্পাদক ফুয়াদ আহমদ মুরাদ, ফয়ছল আহমদ প্রমুখ।
পরে রাজনগর বাজারে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদকারীরা।
এদিকে মন্ত্রী রায়হানের বাড়িতে গিয়ে তার পরিবারকে সান্ত্বনা ও খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্তির আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি রাত ৮টায় উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ খারপাড়া গ্রামের সৌদি প্রবাসী শেখ সেলিউর রহমানের ছেলে আইডয়েল হাইস্কুলের ছাত্র শেখ রায়হান আহমদ (১৪) ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে গিয়ে নিখোঁজ হয়। পরে এ ঘটনার সঙ্গে পার্শ্ববর্তী বাড়ির গৃহকর্মী জায়েদকে আটক করে পুলিশে দেয়া হয়। পরদিন (২৭ ফেব্রুয়ারি) শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার সারমপুর গ্রামের ধানের ক্ষেতের জমি থেকে রায়হানের লাশ উদ্ধার করা হয়। পরে গত ১ মার্চ রবিবার আটক জায়েদ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে রায়হান হত্যার স্বীকারুক্তি দেয়।