কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন
প্রকাশিত হয়েছে : ৮ মার্চ ২০১৫, ১২:৫১ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ চা শ্রমিক নারী ফোরামের উদ্যোগে র্যালি, মানবন্ধন, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পৃথকভাবে আন্তর্জাতিক নারী দিবস ২০১৫ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ ৮ মার্চ রবিববার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অপরদিকে বেলা আড়াইটায় মাদবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে চা শ্রমিক নারী ফোরামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে ও শিক্ষিকা সুজিতা সিনহার সঞ্চালনায় আলোচনায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোছাদ্দেক আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক।
বাংলাদেশে নারী অধিকার ও নানামুখী সমস্যার উপর আলোকপাত করে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল হান্নান (চিনু), প্রনীত রঞ্জন দেবনাথ, এনজিও কর্মী মর্জিনা বেগম, বাবলী দত্ত, ইউপি সদস্য মেরী রাল্প, শিক্ষক গাজী সালাহউদ্দিন প্রমুখ।
বেলা আড়াইটায় পাত্রখোলা চা বাগান মাঠে বাংলাদেশ চা শ্রমিক নারী ফোরামের সভানেত্রী গীতা রানু কানুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিলুফার বেগম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রাম ভজন কৈরী।
সভায় বিভিন্ন চা বাগান থেকে আগত নারী চা শ্রমিক নেতৃবৃন্দ তাদের দৈনন্দিন কর্মক্ষেত্রে নানা ধরনের সমস্যা ও অধিকার বঞ্চনার উপর বক্তব্য রাখেন।