নারী দিবস উপলক্ষ্যে রাজনগরে র্যালি ও আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ৮ মার্চ ২০১৫, ১২:২৯ অপরাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
‘নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বর্ণাঢ্য র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮ মার্চ রোববার বেলা ১২টায় রাজনগর উপজেলা পরিষদের সামনে থেকে র্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন পালন করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্না।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আছকির খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনে আরা তালুকদার, রাজনগর ডিগ্রি কলেজের শিক্ষক শাহানারা রুবি প্রমুখ।