বড়লেখায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ৮ মার্চ ২০১৫, ১১:১০ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
“নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে সারা দেশের মতো মৌলভীবাজারের বড়লেখায় পালন করা হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ২০১৫।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি বের করা হয়। র্যালি পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমানের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস সহকারী মৃগেন বাদূরির পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ডা. প্রণয় কুমার দে, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, সহকারী কমিশনার (ভূমি) শারমীন সুলতানা প্রমুখ।