হবিগঞ্জে ট্রাক্টর চালকের লাশ উদ্ধার, স্ত্রী-শাশুড়ীসহ আটক ৮
প্রকাশিত হয়েছে : ৮ মার্চ ২০১৫, ৯:৩৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
হবিগঞ্জে জুয়েল মিয়া নামে এক ট্রাক্টর চালকের লাশ উদ্ধার করা হয়েছে। গত ৬ মার্চ শুক্রবার রাত সাড়ে ১০টায় তার লাশ উদ্ধার করা হয়। সে সদর উপজেলার বাতাশর গ্রামের আব্দুল গনির ছেলে। গতকাল ৭ মার্চ শনিবার ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এদিকে, এ ঘটনায় নিহতের স্ত্রী, শাশুড়ীসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।
নিহতের পিতা আব্দুল গনি জানান, তার ছেলে জুয়েল প্রায় এক বছর আগে প্রেম করে সদর উপজেলার রতনপুর গ্রামের ভিংরাজ মিয়ার মেয়ে রূপালী আক্তারকে বিয়ে করে। এর কিছুদিন পর জুয়েল বুঝতে পারে স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছে। পরে সে স্ত্রীকে তালাক দেয়। এর পর থেকে শ্বশুর বাড়ির লোকজন দেনমোহরের টাকার জন্য জুয়েল মিয়াকে চাপ দিতে থাকে।
ঘটনার পর থেকে প্রতিদিন সন্ধ্যায় জুয়েল কাজ শেষে বাড়ি ফিরে আসতো। গত শুক্রবার সন্ধ্যায় সে বাড়ি না ফিরলে তার মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু সে ফোন রিসিভ করেনি। পরে পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকেন। রাত প্রায় সাড়ে ১০টায় রতনপুরে একটি জমিতে জুয়েলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ডা. দেবাশীষ দাশ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই জুয়েল মারা গেছে। রাতেই সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় রাতে তার শ্বশুর বাড়ি থেকে ৮ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে- নিহত জুয়েলের স্ত্রী রূপালী আক্তার, শাশুড়ী স্বরূপা খাতুন, নূরে আলম, কবির আহমেদ, এনামুল হক, শহীদুল হক, বাবুল মিয়া ও ছবু মিয়া।
তবে গতকাল শনিবার বিকেল পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি, প্রস্তুতি চলছে বলে জানা যায়। মামলা না হলেও পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।