শাল্লায় গৃহবধূর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৮ মার্চ ২০১৫, ৯:১৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নিজ ঘর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আছিয়া বেগম (৩৫)। তিনি উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও গ্রামের বাসিন্দা সাবিন মিয়ার স্ত্রী।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
জানা যায়, শুক্রবার দিবাগত রাতে কোনো এক সময় নিজ ঘরে খুন হন আছিয়া বেগম। খবর পেয়ে পুলিশ গতকাল ৭ মার্চ শনিবার সকালে গিয়ে রক্তমাখা লাশ উদ্ধার করে। আছিয়ার স্বামী সাবিন মিয়া জানান, শুক্রবার গভীর রাতে কয়েকজন লোক আমাকে মারার উদ্দেশ্যে আসে। এসময় আমার স্ত্রী আমাকে বাচাঁনোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে যায়।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আছিয়া বেগমের মাথা ও গলাসহ শরীরের তিনটি স্থানে দায়ের কোপের চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্যে প্রেরণ করা হয়েছে।