সীতাকুণ্ডের পাহাড়ে শিবিরের গোপন আস্তানা থেকে বিপুল পরিমাণ পেট্রোল বোমা ও অস্ত্র উদ্ধার, ৩ শিবির কর্মী আটক
প্রকাশিত হয়েছে : ৮ মার্চ ২০১৫, ৭:৫১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি পাহাড়ে ছাত্রশিবিরের আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ। সেখানে অভিযান চালিয়ে অস্ত্র, বিপুল পরিমাণ পেট্রোলবোমাসহ নাশকতার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আজ ৮ মার্চ রোববার ভোররাতে উপজেলার নুনাছড়া এলাকার একটি দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে এসব অস্ত্র, বোমা ও সরঞ্জাম উদ্ধার করা হয়। সেখান থেকে তিন শিবির কর্মীকে আটকের দাবি করলেও তাদের পরিচয় জানায়নি পুলিশ।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপারিন্টেন্ডেন্ট এ কে এম হাফিজ আক্তার জানান, সীতাকুণ্ডের নুনাছড়া পাহাড়ে শিবির কর্মীরা তাঁবু খাটিয়ে থাকতো। সেরকম একটি আস্তানা থেকেই ৬৯টি পেট্রোল বোমা, ৫০টি হাতবোমা, ১০টি বড় কিরিচ, একটি চায়নিজ কুড়াল, একটি বড় দা, তিনটি রকেট প্লেয়ার ও রান্না করার সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ।
তিনি জানান, নুনাছড়া, ইয়াকুব নগর এলাকা জামায়াত-অধ্যুষিত। ২০১৩ সালে এসব এলাকায় ব্যাপক নাশকতার ঘটনা ঘটে। এবছরও বিরোধী জোটের অবরোধ-হরতালের প্রথম দিকে এসব এলাকায় নাশকতার ঘটনা ঘটানো হয়।
তবে সাম্প্রতিক সময়ে পুলিশের অভিযানের ভয়ে নাশকতাকারীরা বিভিন্ন পাহাড়ে আশ্রয় নিয়ে এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে বলে জানান তিনি।
এসপি হাফিজ আক্তার জানান, শনিবার গভীর রাতে সীতাকুণ্ডের বিভিন্ন এলাকা থেকে শিবিরের ৩ জন কর্মীকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ভোররাতের দিকে নুনাছড়া পাহাড়ে অভিযান চালানো হয়। তিনটি তাঁবুতে তাদের থাকা-খাওয়া, রান্না-বান্নার ব্যবস্থা ছিল।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, জানান, অনেক সন্ত্রাসী সেখানে থাকলেও অভিযানের খবর পেয়ে অনেকে পালিয়ে যায়।
এর আগে ফেব্রুয়ারি মাসে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দুর্গম একটি পাহাড় থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ‘জঙ্গি প্রশিক্ষণের’ সরঞ্জাম এবং হালিশহরের একটি বাড়ি থেকে বিস্ফোরক, হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।