মৌলভীবাজারে র্যালী ও মানববন্ধনের মধ্য দিয়ে নারী দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ৮ মার্চ ২০১৫, ৬:৫৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
“নারীর ক্ষমতায়ন মানবতার উন্নয়ন”এই স্লোগান নিয়ে আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালি ,মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ৮ মার্চ রোববার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তরের যৌথ উদ্যোগে র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে সমাজকল্যানমন্ত্রী সৈয়দ মহসীন আলী, জেলা প্রশাসক, বিভিন্ন নারী সংগঠনসহ স্কুল-কলেজের কয়েকশত ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান, মহিলা বিষয়ক কর্মকতা মিলুফার বেগম, মহিলা লীগের সভাপতি জহুরা আলাউদ্দিন, জেলা শিশু কর্মকর্তা জসিম উদ্দিন।
এ সময় বক্তারা বলেন দেশকে এগিয়ে নিতে হলে সবক্ষেত্রে নারীদের অধিকার নিশ্চিত করতে হবে। নারীদের জীবনের অন্ধকার দূর করে আরো আত্মবিশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবেই নারীরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে।
পরে সবাই সার্কিট হাউস মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।