কুলাউড়ায় চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ৭ মার্চ ২০১৫, ১:৩৯ অপরাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়ায় মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চারুহাট চিত্রাকংন একাডেমির আয়োজনে চারুহাট চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ ৭ মার্চ শনিবার বিকেল ৪ টার পৌরশহরে উপজেলা জনমিলন কেন্দ্রে চারুহাট চিত্রাংকন একাডেমির পরিচালক ও নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জে এইচ জিয়ার সভাপতিত্বে ইসরাত জাহান প্রিমা’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য।
বিশেষ অতিথি নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালরেয়র প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া প্রেস ক্লাবের সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, জুড়ী উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা গোপী রঞ্জন দেব, কুলাউড়া সাংবাদিক সমিতির সহ সভাপতি আলাউদ্দিন কবির, সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম প্রমুখ সহ প্রতিযোগি ও অভিভাবকবৃন্দ অুনষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ প্রদান করেন।