লাউয়াছড়া উদ্যানে ট্রান্সমিটার স্থাপিত অজগর অবমুক্ত
প্রকাশিত হয়েছে : ৭ মার্চ ২০১৫, ১২:৩২ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে ট্রান্সমিটার স্থাপিত অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। অবমুক্তকৃত সাপটি বার্মিজ পাইথন হিসাবে পরিচিত। আজ ৭ মার্চ শনিবার সকাল সাড়ে ১১টায় জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে অজগরকে অবমুক্ত করেন।
জানা যায়, কৃষকের বন্ধু হিসাবে সর্বাধিক প্রচারিত অজগর সাপ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাধারণত ইঁদুরসহ বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে অজগর সাপ। পাইথন নিয়ে গবেষণাকারী ক্যারিনাম প্রজেক্টের উদ্যোগে লাউয়াছড়ায় এ পর্যন্ত একাধিক বার্মিজ পাইথনের গায়ে ট্রান্সমিটার স্থাপন করে অবমুক্ত করা হয়েছে। অজগর সাপ এর বৈজ্ঞানিক নাম Python bivittatus । গবেষকরা গত বছরের জুলাই মাসে লাউয়াছড়ায় ট্রান্সমিটার স্থাপন করে বিভিন্ন নাম দিয়ে পাঁচটি পাইথন অবমুক্ত করেন।
চলতি বছরের ৫ ফেব্রুয়ারি প্রাণী গবেষক ড. এম.এ.রশীদ ও শাহরিয়ার সিজার ৮ ফুট লম্বা বার্মিজ পাইথন এর গায়ে ট্রান্সমিটার স্থাপন করে সাপটিকে ইভা নাম দিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করেন। সাপটি খাবারের সন্ধানে লাউয়াছড়া জাতীয় উদ্যান পেরিয়ে পার্শ্ববর্তী মাধবপুর ইউনিয়নের বদলেরগাঁও এলাকার একটি ছনখলায় চলে যায়।
লাউয়াছড়া বনবিট কর্মকর্তা (বণ্যপ্রাণী) মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে গত ২৭ ফেব্রুয়ারি ক্যারিনাম প্রজেক্টের কানাই দাশ ও স্বপন দাশকে সাথে নিয়ে সাপটি উদ্ধার করে জাতীয় উদ্যানের বন্যপ্রাণী চিকিৎসা কেন্দ্রে রেখে খাবার ও সেবা শুশ্রূষা ও পর্যবেক্ষণ করা হয়। তিনি আরও বলেন, অন্য একটি অজগরের গাঁয়ে গবেষকরা ট্রান্সমিটার লাগিয়ে পর্যবেক্ষণের জন্য রেখেছেন। সেটির নাম দেওয়া হয়েছে ফিরোজ। কয়েক দিনের মধ্যেই ফিরোজকেও অবমুক্ত করা হবে।
অজগরকে অবমুক্তকরণের সময় লাউয়াছড়া বনবিট কর্মকর্তা (বন্যপ্রাণী বিভাগ) ও লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।