মৌলভীবাজারে অটোরিকশাররা ধাক্কায় বৃদ্ধ নিহত
প্রকাশিত হয়েছে : ৭ মার্চ ২০১৫, ১০:৫৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজার সদর উপজেলার কুলাউড়া সড়কের তালতলা নামক স্থানে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আজ ৭ মার্চ শনিবার সিরাজ মিয়া (৬৬) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাসহ চালক ফরিদ মিয়া (২৪) কে আটক করেছে পুলিশ।
জানা যায়, মৌলভীবাজার কুলাউড়া সড়কের তালতলা ব্রিজের নিকটে রাস্তা পারাপারের সময় কুলাউড়ামুখি একটি অটোরিকশা সিরাজ মিয়াকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিরাজ মিয়ার মৃত্যু হয়।
মৌলভীবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের বাড়ি রাজনগর উপজেলার বালিসহস্র গ্রামে।
মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।