বগুড়ায় ট্রাকচাপায় নারী-শিশুসহ নিহত ৪, আহত ৭
প্রকাশিত হয়েছে : ৭ মার্চ ২০১৫, ৭:৩২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বগুড়া সদর উপজেলার বাঘুপাড়া বাজার এলাকায় ঢাকা- রংপুর মহাসড়কে রড বোঝাই একটি ট্রাকের চাপায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন। আজ ৭ মার্চ শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বগুড়া জেলার পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রাকটি রংপুরের দিকে যাচ্ছিল। বাঘুপাড়া বাজারে দ্রুতগামী ট্রাকটি একটি গাড়িকে পাশ কাটানোর সময় চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি মহাসড়কের পাশের লোকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান হাসপাতালে ও টিএমএসএস হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।
হাসপাতাল সূত্র জানায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ঘটনার পর ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।
নিহতরা হলেন- বাঘোপাড়া এলাকার সিএনজি অটো রিকশা চালক রুবেল মিয়ার স্ত্রী আফরোজা বেগম আফু (৩৫), তার ছেলে নূর মোহাম্মদ (৭), একই এলাকার ভ্যান চালক লয়া মিয়া (৫০) ও ঠেঙ্গামারা এলাকার রিকশা চালক আহম্মদ আলী (৫০)।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, রংপুরগামী রড বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-০৭২৪) বাঘোপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা ও রিকশাভ্যানসহ পথচারীদের চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন কয়েক ঘণ্টা মহাসড়কটি অবরোধ করে রাখে। এতে কয়েক শ যানবাহন মহাসড়কে আটকা পড়ে। বেলা সাড়ে ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।