মৌলভীবাজার গণজাগরণ মঞ্চের আহ্বায়ক নাসির জামান স্মরণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৭ মার্চ ২০১৫, ৫:২৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সাংস্কৃতিক কর্মী, প্রগতিশীল আন্দোলনের সংগঠক গণজাগরণ মঞ্চ মৌলভীবাজারের আহ্বায়ক নাসির জামানের অকাল মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৬ মার্চ শুক্রবার বিকেল সাড়ে চার ঘটিকায় শহরের পৌর পার্কে মৌলভীবাজার গণজাগরণ মঞ্চের উদ্যোগে স্মরণ সভার আয়োজন করা হয়। লেখক ও গবেষক মাহফুজুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল।
এছাড়াও স্মরণ সভায় ঘাতক দালাল নির্মূল কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. বায়েজিত আক্কাছ, সিলেট গণজাগরণ মঞ্চের আহ্বায়ক দেবাশীষ দেবুসহ মৌলভীবাজারের বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের নবীন-প্রবীন কয়েক শত কর্মী উপস্থিত ছিলেন।
জাতীয় সংগীত ও এক মিনিট নীরবতা পালনের মধ্যদিয়ে স্মরণ সভার সূচনা করা হয়। পরে নাসির জামানকে নিয়ে চৈতন্যের পরাগায়ন নামে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন অতিথিরা। এছাড়া নাসির জামানের কর্মময় জীবনের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় অনুষ্ঠানে। স্মৃতিচারণের পর আলোর মিছিল নিয়ে শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ৩৩ বছর বয়সে আকস্মিক প্রয়ান ঘটেছে নাসির জামানের।