শমশেরনগর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৭ মার্চ ২০১৫, ৪:৫৩ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শমশেরনগর খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে গতকাল ৬ মার্চ শুক্রবার শমশেরনগর চা বাগান মাঠে শমশেরনগর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী।
শমশেরনগর গোল্ডকাপ ফুটবলের দুই যুগ পা দেয়া এবারের টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ গ্রহণ করছে। গতকাল ৬ মার্চ শুক্রবার বিকেলে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মো. সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এম.পি।
উদ্বোধনী খেলায় জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি হবিগঞ্জের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিআইডিসি সার কারখানা ফেঞ্চুগঞ্জ।