‘মনিপুরী তাঁত বস্ত্রের উন্নয়ন ও প্রসারে সরকারি উদ্যোগ নেয়া হবে’— কমলগঞ্জে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৭ মার্চ ২০১৫, ৪:৪৫ পূর্বাহ্ণ
জয়নাল আবেদীন, কমলগঞ্জ ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় তাঁত ও বস্ত্র শিল্পে সমৃদ্ধ মণিপুরী অধ্যুষিত তাঁত শিল্পের প্রসার ঘটানো হবে। ১০ কোটি টাকা ব্যয়ে মণিপুরি তাঁত বস্ত্রের ফ্যাশন ডিজাইনের উন্নয়ন কল্পে একটি ইনস্টিটিউট স্থাপন করা হবে। গতকাল ৬ মার্চ শুক্রবার সকাল ১১টায় কমলগঞ্জে তাঁত বোর্ডের বেসিক কেন্দ্র পরিদর্শন শেষে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি এক মতবিনিময় সভায় এ কথাগুলো বলেন ।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।
বিশেষ হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. হাসানুর রহমান, প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব ইমদাদুল হক।
মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, মিনতি সিনহা, শ্যাম চন্দ সিংহ, ডা. বিপ্লব কুমার সিংহ, ইউপি সদস্য রনজিত কুমার সিংহ মনিপুরী তাঁতীদের তৈরি তাঁত ও বস্ত্র বাজারজাতকরণে নানামুখী সমস্যার কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, দেশের রাজস্ব উন্নয়নে মনিপুরী তাঁত বস্ত্র যথেষ্ট ভূমিকা রাখছে। এ দিকে দৃষ্টি রেখেই সরকার এ তাঁত বস্ত্রের আরো উন্নয়ন একটি বড় প্রকল্প গ্রহণ করছে।
মতবিনিময় সভা শেষে মণিপুরি শিল্পীদের অংশগ্রহণে মণিপুরী মৃদঙ্গ, শ্রীকৃষ্ণের বাল্য নৃত্যসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।