ইসলাম ধর্ম নিয়ে নাস্তিক ব্লগারদের কটুক্তির প্রতিবাদে কুলাউড়ায় তালামীযের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ৬ মার্চ ২০১৫, ১২:২৩ অপরাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
ইসলাম ধর্মকে নিয়ে নাস্তিক ব্লগারদের কটুক্তির প্রতিবাদে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে গতকাল ৫ মার্চ বৃহস্পতিবার দুপুরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
মিছিলটি পৌরশহরের ডাকবাংলো থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন চৌমুহনী চত্বরে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালামীযে ইসলামিয়া কেন্দ্রিয় কমিটির সাবেক প্রশিক্ষণ সম্পাদক মাও. ফজলুল হক খান সাহেদ, উপজেলা আলইসলাহ’র সহসাধারণ সম্পাদক ও তালামীযের সাবেক সভাপতি মাও.কাজী এহসানুল মাহবুব জাকির, উপজেলা আলইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাও. সামছুল ইসলাম, তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার অজিউর রহমান আছাদ, উপজেলা তালামীযের সাবেক সভাপতি এবাদুর রহমান, বর্তমান সভাপতি এহসানুল মাহমুদ নাজিম, সাধারণ সম্পাদক বদরুল আমিন প্রমুখ।