ধর্মপাশায় বিদ্যুতের সংযোগ নেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০
প্রকাশিত হয়েছে : ৬ মার্চ ২০১৫, ১০:২০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কাইছিয়াম গ্রামে বিদ্যুতের সংযোগ নেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
গতকাল ৫ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহত মো. আব্দুস ছত্তার (৬০), জাহাঙ্গীর আলম (২৫), শুয়েব (৩০) ও সোহেল মিয়াকে (৩৫) ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার কাছিয়াম গ্রামের আনোয়ার মাস্টার ও শুয়েব আহমদের লোকজনের মধ্যে বিদ্যুতের সংযোগ নেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে অন্তত ১০ জন আহত হয়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক সুজা মামুন সংঘর্ষের বিষয়টি স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।