খোকা ও মান্না রাষ্ট্রদ্রোহিতার মামলায় অভিযুক্ত
প্রকাশিত হয়েছে : ৬ মার্চ ২০১৫, ৮:৪০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বাংলাদেশে গ্রেফতার থাকা আওয়ামী লীগের সাবেক নেতা এবং নাগরিক ঐক্য’র অন্যতম প্রতিষ্ঠাতা মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে পুলিশ মামলা করেছে।
এই মামলায় বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকেও অভিযুক্ত করা হয়েছে।
তাদের মধ্যে টেলিফোন আলাপের একটি অডিও প্রকাশ হওয়ার পর মাহমুদুর রহমান মান্নাকে আটক করা হয়েছিল।
রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলাটি হয়েছে ঢাকার গুলশান থানায়।
গুলশান থানা পুলিশ জানিয়েছে, সরকারকে অবৈধভাবে উচ্ছেদের চেষ্টার অংশ হিসেবে ধংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করা হয়েছিল।
মামলায় এই অভিযোগের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যার চেষ্টায় মদত দেওয়ার অভিযোগও আনা হয়েছে। অভিযুক্ত দু’জনের মধ্যে টেলিফোন আলাপের বিষয়কে ধরে এ সব অভিযোগ আনার কথা মামলায় বলা হয়েছে।
বিএনপি নেতা এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা যুক্তরাষ্ট্রে রয়েছেন।
সাদেক হোসেন খোকা এবং অজ্ঞাত একজন ব্যক্তির সাথে মাহমুদুর রহমান মান্নার টেলিকথোপকথনের একটি অডিও প্রকাশ হয় গত ২৩শে ফেব্রুয়ারি। এনিয়ে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানান প্রতিক্রিয়া দেখা দেয়।
সেই প্রেক্ষাপটে গত ২৪শে ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডি এলাকা থেকে র্যাব মাহমুদুর রহমান মান্নাকে আটক করে। তবে সে সময় র্যাব তাকে আটকের বিষয়টি অস্বীকার করেছিল। পরদিন ২৫শে ফেব্রুয়ারি র্যাব তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।
পুলিশ সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদ্রোহে উস্কানি দেওয়ার অভিযোগে একটি মামলায় মাহমুদুর রহমান মান্নাকে গ্র্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে নিয়েছিল।
পুলিশ এখনও তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে। এরমধ্যেই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা হলো।