বড়লেখায় ভলিবল খেলায় দু’দলের হাতাহাতি, গাড়ি ভাঙচুর, আহত ৪
প্রকাশিত হয়েছে : ৬ মার্চ ২০১৫, ৭:২৩ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় ভলিবল খেলায় রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে দু’দলে মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়। গতকাল ৫ মার্চ বৃহস্পতিবার বিকালে উপজেলার কাঠাল তলী এলাকায় আশরাফ আহমদ ও হিমেল আহমদ ভলিবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলায় এ ঘটনাটি ঘটে। এ সময় একটি গাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, ৫ মার্চ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কাঠালতলী বাজার সংলগ্ন এলাকায় আশরাফ আহমদ ও হিমেল আহমদ ভলিবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল চলাকালে রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে পাখিয়ালা টিমের সাথে বারইগ্রাম টিমের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দু’দলের মধ্যে হাতাহাতির ও দাওয়া পাল্টা দাওয়ার ঘটনা ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে খেলা পরিচালনা কমিটির সভাপতি এখলাছুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা ঘটনাটি মীমাংসা করে উভয়পক্ষকে শান্ত করেন। এর কিছুক্ষণ পর পাখিয়ালা থেকে আরও কয়েকজন যুবক এসে উত্তেজিত হয়ে কাঠালতলী মাদ্রাসার সম্মুখে রাখা বারইগ্রাম টিমের একটি নোয়া গাড়ির (ঢাকা মেট্রো-চ ১১-৯৮৮৯) কাচ ভাঙচুর করে পালিয়ে যায়।
খবর পেয়ে বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।