কুলাউড়ায় কিশোরির গলাকাটা লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৬ মার্চ ২০১৫, ৭:১২ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকা থেকে তসলিমা আক্তার নোহা (১৩) নামের এক কিশোরির গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে স্থানীয় পৌর শহরের উছলাপাড়া এলাকার আবুল হোসেনের মেয়ে। আজ ৬ মার্চ শুক্রবার সকাল ৮ টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধার পর থেকে নিহত কিশোরি নোহাকে তার বাড়ির লোকজন খুঁজে পাচ্ছিল না। অনেক খোঁজাখুজি পর উপজেলার পৌরশহরের ৭ নং ওয়ার্ডের জয়পাশা এলাকায় দিঘীর পাড় পৌর কবরস্থানের পাশে রাতের আঁধারে কে বা কারা তাকে ধর্ষণ করে গলা ও হাতের কবজী কেটে ফেলে রেখে যায়। আজ শুক্রবার সকাল ৭ টার দিকে স্থানীয়রা কবরস্থানের পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ওয়াসিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে কিশোরির গলা কাটা ও হাতের কবজী কাটা, ছাড়াও তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
কুলাউড়া থানার উপ পরিদর্শক (এসআই) ওয়াসিমুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে এঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।