জুড়ীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
প্রকাশিত হয়েছে : ৪ মার্চ ২০১৫, ৭:৩১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের জুড়ীতে মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে দুর্বৃত্তরা বাসট্যান্ডে থাকা একটি মিনিবাসে অগ্নি সংযোগ ও গ্লাস ভাঙচুর করেছে। আগুনে বাসটির অধিকাংশই ভস্মিভূত হয়েছে। তবে এতে কোনো হতাহত হয়নি।
জানা যায়, বড়লেখা-জুড়ী সড়কে চলাচল করা একটি বাস প্রতিদিনের ট্রিপ শেষে রাতে জুড়ী বাসস্ট্যান্ডে রাখা হয়। মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে দুর্বৃত্তদের লাগিয়ে দেওয়া আগুনে বাসটির অধিকাংশ পুড়ে যায়। দুর্বৃত্তরা বাসটিতে অগ্নি সংযোগের পূর্বে গ্লাস ভাঙচুর করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং বাসটির পাশে থাকা আরো ১০-১২ টি বাস অন্যত্র সরিয়ে নেয়। বাসটিতে কোন লোকজন না থাকায় হতা হতের ঘটনা ঘটেনি।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হামিদুর রহমান সিদ্দিকী পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ফায়ার সার্ভিস ও স্থানীদের সহয়তায় আগুন নিয়ন্ত্রণ আনায় বাসটি পুরো ভস্মিভূত হওয়া থেকে রক্ষা পেয়েছে।