শিক্ষার্থী ও এলাকাবাসীর যাতায়াতে চরম দুর্ভোগ
বড়লেখায় যত্রতত্র নির্মাণ সামগ্রী রেখে চলছে বিক্রি ও নির্মাণ কাজ
প্রকাশিত হয়েছে : ৪ মার্চ ২০১৫, ৬:২৫ পূর্বাহ্ণ
এ.জে লাভলু, বড়লেখা ::
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অলি-গলিতে রাস্তার উপর যত্রতত্র নির্মাণ সামগ্রী রেখে চলছে বিক্রি ও নির্মাণ কাজ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পৌর শহরসহ উপজেলার বিভিন্ন রাস্তার উপর ভবন ও রাস্তা নির্মাণ কাজের সামগ্রী ইট, বালু, রড, সিমেন্ট, পাথর, কাঠ, বাঁশ ফেলে রেখে ব্যবসায়ী ও বাড়িওয়ালারা নির্মাণ সামগ্রী বিক্রি ও নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।
অনুসন্ধানে দেখা যায়, পৌরাসভাধীন ৬নং ওয়ার্ডের অধীনে নারী শিক্ষা একাডেমী এন্ড কলেজের লাগোয়া প্রধান সড়কের ব্রিজের পাশে দীর্ঘদিন থেকে সড়কের দুই পাশে ইট, বালু, পাথরসহ ভবন ও রাস্তা নির্মাণের সামগ্রী ফেলে রেখে দীর্ঘদিন ধরে এলাকার কতিপয় প্রভাবশালী ব্যবসায়ী ও বাড়িওয়ালারা ইচ্ছে মতো বিক্রি ও নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এতে নারী শিক্ষা একাডেমী এন্ড কলেজের শিক্ষার্থী ও পথচারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজনের ভুক্তভোগী জানান, পৌরাসভাধীন পানিধার ৬নং ওয়ার্ড এলাকার কতিপয় প্রভাবশালী ব্যবসায়ীরা ট্রাক্টর বা ঠেলা গাড়ি দ্বারা ইট, বালু, পাথর, এনে নারী শিক্ষা একাডেমী এন্ড কলেজের লাগোয়া প্রধান সড়কের ব্রিজের পাশে ফেলে রেখে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। এদিকে প্রধান সড়ক থেকে একই ওয়ার্ডের উত্তর পানিধারসহ গ্রামবাসীদের চলাচলের গুরুত্বপূর্ণ একটি রাস্তার উপর এলোমেলোভাবে নির্মাণ সামগ্রী ইট, বালু, রড ফেলে রেখে বাড়ি নির্মাণের কাজ চালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছেন স্থানীয় এলাকার একজন বাসিন্দা। এতে রাস্তার অর্ধেকই দখল ও ভাঙনের সৃষ্টি হয়েছে। ফলে স্কুল কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তার উপর নির্মাণসামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আইনত অপরাধ হলেও প্রভাবশালী ব্যবসায়ী ও বাড়িওয়ালারা রাজনৈতিক ছত্রছায়ায় এসব নিয়মনীতি তোয়াক্কা না করেই চলেছেন।
এলাকাবাসীদের অভিযোগ, নির্মাণ সামগ্রী রাস্তার উপর থেকে সরানোর জন্য একাধিকবার এ সকল ব্যবসায়ী ও বাড়িওয়ালাদের বলেও কোনো প্রতিকার পাননি তারা। পৌরসভা কর্তৃপক্ষ বিষয়টি দেখেও না দেখার ভান করছে। এই জনদুর্ভোগ থেকে মুক্তি পেতে পৌর কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীসহ ও এলাকার সচেতন মহল ।
এ ব্যাপারে জানতে চাইলে বড়লেখা পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আলী আহমদ জাহেদের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।