হরতাল বাড়ল শুক্রবার পর্যন্ত
প্রকাশিত হয়েছে : ৩ মার্চ ২০১৫, ১:১৭ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
‘রুটিন মাফিক’ আবার ৪৮ ঘণ্টা হরতাল কর্মসূচি বাড়ানোর ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘোষণা দেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি পুনরায় বুধবার সকাল ৬ টা থেকে শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত দেশব্যাপী শান্তিপূর্ণ চলমান সর্বাত্মক হরতাল কর্মসূচি বর্ধিত করা হলো। এছাড়া একই দাবিতে আগামী ৫ মার্চ বৃহস্পতিবার সারাদেশে জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে গণমিছিল অনুষ্ঠিত হবে।’
দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে গত ৫ জানুয়ারি উপলক্ষে কর্মসূচি ঘোষণা দিয়ে গুলশানের নির্জ কার্যালয়ে গিয়ে ৩ জানুয়ারি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ৫ জানুয়ারি কর্মসূচি পালনে ‘ব্যর্থ’ খালেদা জিয়া ওইদিন সারাদেশে লাগাতার অবরোধ ঘোষণা করেন।
এরপর দফায় দফায় হরতালের কর্মসূচিও ঘোষণা করা হয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের পক্ষ থেকে। সর্বশেষ গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত হরতালের ঘোষণা দেওয়া হয়।