রাজনগরে ঔষধ কোম্পানির গাড়ি ছিনতাই ও উদ্ধার, আহত ৩
প্রকাশিত হয়েছে : ৩ মার্চ ২০১৫, ১২:৪৬ অপরাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগরে একটি ঔষধ কোম্পানির গাড়ি ছিনতাই করে টাকা লুটের ঘটনা ঘটেছে। রাজনগর থানার পুলিশ উপজেলার মাথিউড়া চা বাগান থেকে ছিনতাইকৃত গাড়ি উদ্ধার করেছে। এ ঘটনায় গাড়িচালক ও দুই সেলসম্যান আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঔষধ কোম্পানি ‘জুয়েলিক ফার্মার’ সিলেট কার্যালয়ের ভাড়া করা একটি মাইক্রোবাস (নম্বর সিলেট-ম-৫১-০০২৩) গতকাল ২ মার্চ সোমবার কুলাউড়া উপজেলায় ঔষধ সরবরাহ করে ফিরছিল। রাত সাড়ে ৯টার সময় সিলেট যাওয়ার পথে কুলাউড়া উপজেলার ব্রহ্মাণবাজারের ক্রিশ্চিয়ান মিশন হাসপাতাল অতিক্রম করার পর মুহূর্তে একটি মোটরসাইকেল ও পিকআপ গাড়ি তাদের গতিরোধ করে। গাতিরোধকারী কয়েকজন ব্যক্তি ওই গাড়িতে থাকা দুই সেলসম্যানকে পিটিয়ে আহত করে গাড়ি থেকে নামিয়ে দেয়। চালককে পিছনের সিটে বসিয়ে ঔষধ কোম্পানির গাড়িটি নিয়ে ছিনতাইকারীরা রাজনগর উপজেলার মাথিউড়া চা বাগান এলাকায় প্রবেশ করে কোম্পানির প্রায় ১ লাখ টাকা ও মূল্যবান ঔষধ নিয়ে নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) হিল্লোল রায় ছিনতাই হওয়া গাড়িটি রাজনগরের মাথিউড়া চা বাগানের ঈদগাহ এলাকার থেকে সোমবার রাত সাড়ে ১১টার সময় উদ্ধার করেন। তবে এর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় আহতরা হলেন- গাড়ি চালক আব্দুল হান্নান (৪০), সেলসম্যান তারেক আহমদ (৩০)। অপর সেলসম্যানের পরিচয় জানা যায়নি। আহত গাড়ি চালক আব্দুল হান্নান ও তারেক আহমদ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অপর সেলসম্যান কুলাউড়ার ব্রাহ্মণবাজার এলাকার ক্রিশ্চিয়ান মিশন হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।
রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) হিল্লোল রায় বলেন, কুলাউড়া থানার তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধার করা হয়েছে। এব্যাপারে কুলাউড়া থানায় মামলা হতে পারে।