সিলেট কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা
প্রকাশিত হয়েছে : ৩ মার্চ ২০১৫, ৯:০৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেট নগরীর মিরাবাজারে খাদ্যজাত পণ্য প্রস্তুতকারী কোম্পানি বনফুল অ্যান্ড কোম্পানির একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। এতে গাড়ির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল ২ মার্চ সোমবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে মিরাবাজারের যতরপুর সড়কের খান মঞ্জিলের সামনে এ অগ্নিসংযোগ করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্ট মেট্রো ঢ-১১-২৩১৭ নম্বরের কাভার্ড ভ্যানটি যতরপুর আবাসিক এলাকার ভেতরে বনফুল অ্যান্ড কোম্পানির ডিপোতে মালামাল নামানোর সময় পেট্রোল বোমা মেরে আগুন ধরানো হয়।
গাড়িটির চালক নজরুল ইসলাম জানান, তিনটি মোটরসাইকেলে কয়েকজন যুবক গাড়িতে পেট্রোল বোমা ছুঁড়ে দ্রুত সটকে পড়ে। এতে গাড়ির সামনের অংশ ও সিট কেবিন পুড়ে যায়।
খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশও।
মহানগরীর কোতয়ালী জোনের সহকারী কমিশনার (এসি) সাজ্জাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের ধরতে আশপাশের এলাকায় অভিযান চালানো হচ্ছে।