হরতাল-অবরোধে সহিংসতা বেড়েছে, কানসাটে পেট্রোল বোমা হামলায় ১ জনের প্রাণহানী
প্রকাশিত হয়েছে : ৩ মার্চ ২০১৫, ৭:১০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধের পাশাপাশি ৭ম দফা হরতালের শেষ দিনে আজ ৩ মার্চ মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের কানসাটে একটি কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলায় চালক নিহত হয়েছে। এছাড়া, জয়পুরহাটে পণ্যবাহী দুটি ট্রাকে, নোয়াখালীতে মিনিবাস ও ট্রাকে এবং বরিশালের বিআরটিসি বাস ডিপোতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
কানসাটে কাভার্ডভ্যানে পেট্রলবোমা হামলায় নিহত ১, আহত ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে নবীউল্লা কার্গো সার্ভিস নামে একটি কাভার্ডভ্যানে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় চালক শিপন (৩০) দগ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছে চালকের সহযোগী শাকিল।
আজ (মঙ্গলবার) ভোর ৫টার দিকে কানসাটের কলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিপন ভোলার বোরহানউদ্দিন উপজেলার আব্দুল মান্নানের ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মঈনুল ইসলাম জানান, একটি কাভার্ড ভ্যান সোনামসজিদ স্থল বন্দরের দিকে যাওয়ার সময় কলাবাড়ি এলাকায় দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এতে চালক দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে হেলপারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। এছাড়া, চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে গতকাল ২ মার্চ সোমবার রাত সাড়ে ১০টা থেকে ভোর পর্যন্ত আরও চারটি ট্রাকে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানা গেছে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
জয়পুরহাটে পণ্যবাহী দুই ট্রাকে আগুন
জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলগেট এলাকায় আলু ও চাল বোঝাই দুটি ট্রাকে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়ে গেছে দুবৃত্তরা। ক্ষতিগ্রস্ত ট্রাকের চালক আব্দুর রশিদ জানান, ঠাকুরগাঁও থেকে আলু নিয়ে আসার পথে সকাল সাতটার দিকে জয়পুরহাটের পুরানাপৈল রেলগেট এলাকায় পৌছালে হেলমেট পড়া দুইটি মোটর সাইকেলে ৬ যুবক গতিরোধ করে প্রথমে ভাঙচুর করে। পরে কেরোসিন ঢেলে ট্রাকে আগুন দেয়।
একইভাবে তার পেছনে থাকা হিলি বন্দর থেকে রাজশাহীগামী একটি চাল বোঝাই ট্রাকেও অনুরুপভাবে ভাঙচুরের পর আগুন দিয়ে যুবকরা পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভালেও দুইটি ট্রাকেরই ইঞ্জিণ বেশকিছু পণ্য পুড়ে যায়। এ ঘটনার পর প্রশাসনিকভাবে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নোয়াখালীতে মিনিবাস ও ট্রাকে আগুন
নোয়াখালী জেলা শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের হেলপার সামান্য আহত হয়েছেন।
আজ ৩ মার্চ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এছাড়া সকাল সাড়ে ছয়টার দিকে দত্তেরহাট এলাকায় একটি থেমে থাকা ট্রাকে দুর্বৃত্তরা আগুন দেয়। স্থানীয়রা জানান, মিনিবাসটি মাইজদি থেকে যাত্রী নিয়ে চৌমোহনী যাচ্ছিল। ভোরে নতুন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
এ সময় বাস থেকে দ্রুত নামতে গিয়ে হেলপার মো. বাবু (১৫) আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে ফায়ারসার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বরিশালের বিআরটিসি বাস ডিপোতে আগুন
বাংলাদেশ রাষ্ট্রীয় সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) বরিশাল ডিপোতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ২টার দিকে নগরীর নথুল্লাবাদ বিআরটিসির ডিপোতে এ আগুন দেয়া হয়। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়। কিন্তু এরআগেই বাসটির ভেতরের অংশ বিশেষ পুড়ে ছাই হয়ে যায়।
বরিশাল বিআরটিসি ডিপোর ইনেসপেক্টর মো. জুলফিকার জানান, গভীর রাতে কর্মচারীরা বাসটিতে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। ডিপোতে কর্মরত কর্মচারীরা জানান, বাসটি চলাচল অনুপযোগী হওয়ায় ডিপোর এক পাশে রেখে দেয়া হয়েছিল। তবে এর পাশে আরও নতুন পুরাতন মিলিয়ে ৩০টি বাস ছিল।
বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদুজ্জামান জানান, ডিপোটির উত্তর পাশে ফিশারি রোডে দাঁড়িয়ে সরকারবিরোধী কোনো চক্র পেট্রোলবোমা ছুড়ে মেরেছে। যার কারণে আগুন মুহূর্তের মধ্যেই বাসে ছড়িয়ে পড়ে। এ ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
বেড়েছে ঝটিকা হামলা, ভাঙচুর
সংলাপ ও মধ্যবর্তী নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনে গতকাল ব্যাপক সংখ্যক গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। রাজধানীতে ৮টি গাড়িতে আগুন, ২৩টিতে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অর্ধশতাধিক জায়গায় চোরাগোপ্তা হামলা, বিক্ষিপ্ত মিছিল-সমাবেশ, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যানবাহনের পাশাপাশি রাজনৈতিক কার্যালয়, সরকারি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সিলেটের জগন্নাথপুর, কুমিল্লার গৌরীপুর, গাজীপুরের শ্রীপুর, দিনাজপুরের নবাবগঞ্জ, ফেনীর দাগনভূঞা, পঞ্চগড়, বগুড়ায় বেশ কয়েকটি বাস-ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া পঞ্চগড়ে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন এবং বগুড়ায় জেলা রেজিস্ট্রি অফিস লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে অবরোধের দুর্বৃত্তরা।