কুলাউড়ায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের স্কুল ড্রেস বিতরণ
প্রকাশিত হয়েছে : ২ মার্চ ২০১৫, ৭:৪৫ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদয়ন সৎ সংঘের পক্ষ থেকে ১ম শ্রেণী ও ৫ম শেণীর দরিদ্র ছাত্র-ছাত্রীদের মধ্য স্কুল ড্রেস বিতরণ ও শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১ মার্চ রোববার সকালে বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামালের সভাপতিত্বে ও উদয়ন সৎ সংঘের সভাপতি শাহাবউদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শফিউল আলম চেীধুরী নাদেল।
বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি জায়েদ আহমদ চৌধুরী, সিলেট মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল হাই আল হাদী, কৌলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছিত, স্কুলের এসএমসি সভাপতি ছয়ফুল ইসলাম চেীধুরী, সহকারী শিক্ষক ফখরুল ইসলাম, চৌধুরী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমীন প্রমুখ। এছাড়া সভায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিবাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে স্কুলের শিক্ষিকা মায়া রাণী কর ও শেফালী বেগমকে বিদায়ী সংবর্ধনার সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি।