বড়লেখায় আরও ২ শিবির নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১ মার্চ ২০১৫, ১০:৫১ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় ঢাকাগামী যাত্রীবাহী রূপসী বাংলা বাস পোড়ানো মামলায় শিবিরের আরো ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১ মার্চ রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা ছাত্র শিবিরের পশ্চিম শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম (২৪) ও তালিমপুর ইউনিয়ন শিবিরের সাধারণ সম্পাদক রুবেল আহমদকে (২২)।
বড়লেখা থানার ওসি (তদন্ত) আকবর হোসেন গ্রেফতারের সত্যতা স্বীকার করে জানান, গত ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঢাকাগামী যাত্রীবাহী রূপসী বাংলা বাস পোড়ানোর ঘটনায় গ্রেফতারকৃতরা জড়িত।
উল্লেখ্য, গতকাল শনিবার ঢাকাগামী যাত্রীবাহী রূপসী বাংলা বাস পোড়ানোর মামলায় বড়লেখা সদর ইউপি জামায়াতের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সুহেল (২৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।