আন্দোলনের নামে যারা মানুষ হত্যা করছে সময় হয়েছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার— কুলাউড়ায় সৈয়দ মহসীন আলী
প্রকাশিত হয়েছে : ১ মার্চ ২০১৫, ৮:৫২ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপি বলেছেন, ’৭১-এ আমরা যেভাবে হানাদার বাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলাম এখন সময় হয়েছে যারা আন্দোলনের নামে পেট্রোলবোমা আর অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করছে তাদের বিরুদ্ধেও প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার। তিনি স্বাধীনতার মাস মার্চে সকল দুর্নীতিবাজ, চোর-বাটপাড় আর লুটেরাদের বিরুদ্ধেও সমানভাবে প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
গতকাল ২৮ ফেব্রুয়ারি শনিবার কুলাউড়ার ভাটেরা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। শনিবার বিকেল সাড়ে ৪টায় কুলাউড়ার ভাটেরায় ভাটেরা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে ভাটেরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. আকমল আলী সিদ্দিকীর সভাপতিত্বে ও ভাটেরা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম ও সোহেল আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপিকে এক গণসংবর্ধনা প্রদান করা হয়।
গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, দৈনিক উত্তপূর্বের প্রকাশক ও সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম, রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আছকির খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. সৈয়দ কামাল উদ্দিন আহমদ, কাদিপুর ইউপির চেয়ারম্যান সফি আহমদ সলমান, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, ভাটেরা ইউপি চেয়ারম্যান হাজী সিরাজ মিয়া প্রমুখ।