আনজুমানে আল ইসলাহ বার্মিংহাম শাখার কাউন্সিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১ মার্চ ২০১৫, ৫:২১ পূর্বাহ্ণ
বার্মিংহাম সংবাদদাতা ::
আনজুমানে আল ইসলাহ বার্মিংহাম শাখার কাউন্সিল অধিবেশন (২০১৫-১৮) গত ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। বার্মিংহামের আস্টনস্থ স্থানীয় বাংলাদেশ মল্টিপারপাস সেন্টারে সংগঠনের প্রেসিডেন্ট মাওলানা কাজী সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মাওলানা হুসাম উদ্দিন আল হুমায়দীর পরিচালনায় এতে বার্মিংহাম ও আশপাশের বিভিন্ন শহর থেকে আল ইসলাহর বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাওলানা মো. এহসানুল হকের পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর যুগ্ম মহাসচিব ও মিডল্যান্ডস আল ইসলাহর প্রেসিডেন্ট মাওলানা এম কাদির আল হাসান, সহকারী নির্বচান কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মিডল্যান্ডস আল ইসলাহর সেক্রেটারি হাফিজ সাব্বির আহমদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডল্যান্ডস ইসহালে সওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ নাছির আহমদ, লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের সেক্রেটারি মো. মিসবাউর রহমান এবং বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের ভাইস চেয়ারম্যান মো. গাবরু মিয়া।
কাউন্সিল অধিবেশনে উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে মাওলানা কাজী সেলিম উদ্দিনকে প্রেসিডেন্ট, মাওলানা মো. হুসাম উদ্দিন আল হুমায়দীকে জেনারেল সেক্রেটারি ও মো. সাহাব উদ্দিনকে ট্রেজারার করে ২০১৫-২০১৮ সালের জন্য ২৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। নব গঠিত কার্যকরী কমিটির ভাইস প্রেসিডেন্ট হাজী হাসান আলী হেলাল ও মাওলানা আতিকুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মো. আব্দুল মুনিম, অর্গানাইজিং সেক্রেটারি মো. রায়হান আহমদ চৌধুরী, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি মাওলানা এহসানুল হক, এডুকেশন এন্ড কালচারাল সেক্রেটারি মাস্টার মুজিবুর রহমান খান, ট্রেইনিং এন্ড এমপ্লয়মেন্ট সেক্রেটারি মাওলানা বদরুল হক খান, ওয়েলফেয়ার সেক্রেটারি মোঃ সাইফুল আলম। কমিটিরি এক্সিকিউটিভ মেম্বার হিসেবে নির্বাচিত হন হাজী তেরা মিয়া, সাহেদ মিয়া কামালী, মুদ্দছির আলী, হাজী আব্দুল গফুর, হাফিজ কাবির আহমদ, হাজী সহিদুর রহমান, সামীম আল মামুন, হাজী সালেহ আহমদ, হাফিজ উসমান খান, নাজমুল হোসাইন, হাজী মো. আব্দুল মুমিন ও মাস্টার আব্দুল বাসির।
কাউন্সিল অধিবেশনের শুরুতে বিগত বছর সমূহের রিপোর্ট উপস্থাপন করলে তা সর্ব সম্মতিক্রমে গৃহীত ও প্রশংসিত হয়।
সভায় আলোচনা পর্বে বক্তাগণ আগামী দিনগুলোতে বার্মিংহামে আনজুমানে আল ইলাহর কার্যক্রমকে আরো গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং এর মাধ্যমে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে দুনিয়া ও আখেরাতের মুক্তির পথ নিশ্চিত করার আহ্বান জানান।