বড়লেখায় জামায়াত নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১ মার্চ ২০১৫, ৫:০২ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় ঢাকাগামী যাত্রীবাহী রূপসী বাংলা বাস পুড়ানোর মামলায় বড়লেখা সদর ইউপি জামায়াতের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সুহেল (২৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ২৮ ফেব্রুয়ারি শনিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দগ্রাম বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি উপজেলার বড়লেখা সদর ইউপি’র রাঙ্গাউটি গ্রামের সাজ্জাদুর রহমানের পুত্র ও ডিমাই কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পদে কর্মরত।
বড়লেখার থানার ওসি (তদন্ত) আকবর হোসেন গ্রেফতারের সত্যতা স্বীকার করে জানান, গত ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঢাকাগামী যাত্রীবাহী রূপসী বাংলা বাস পুড়ানোর ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলায় রবিউল ইসলাম এজাহারভুক্ত আসামী ।