মৌলভীবাজারে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১ মার্চ ২০১৫, ৪:৪৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজার সদর উপজেলার ‘ইটা ইসলামী সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮শে ফেব্রুয়ারি শনিবার সকাল ৯ ঘটিকার সময় সংস্থার কার্যালয়ে ১৯৬ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়। চক্ষু শিবিরে বাছাইকৃত ৫৪ জন রোগী সনাক্ত করে ছানি অপারেশনর জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে স্থানান্তর করা হয়।
চক্ষু শিবিরে সেবা প্রদান করেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের ডা. রুহিদ আহমদ ও ডা. বোরহান উদ্দিন।
সংস্থার সভাপতি মাও. আবুল ফজল মো. গোলাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় চক্ষু শিবির উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু, সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল প্রমুখ।
এছাড়া ও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপ্তাহিক পূর্বদিকের সহযোগী সম্পাদক সালাউদ্দীন ইবনে শিহাব, লতিফিয়া ইসলামী সমাজসেবা পরিষদের সাধারণ সম্পাদক মুসলেউদ্দীন সাইফুল্লা, সংস্থার উপদেষ্টা মসুদ আহমদ, কয়েছ খান, খুরশেদ মিয়া, সহ-সভাপতি রেজাউল করিম খছরু, জাকির আহমদ জবলু, যুগ্ন সম্পাদক ময়নুল ইসলাম, রাজন আহমদ প্রমুখ।
প্রসঙ্গত ইটা ইসলামী সমাজকল্যাণ সংস্থা এ নিয়ে চতুর্থবারের মতো মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় চক্ষু শিবিরের আয়োজন করে এ পর্যন্ত প্রায় ৫ শতাধিক রোগীকে চক্ষু সেবা প্রদান করেছে।