ইয়াছিন চৌধুরী ফাউন্ডেশন এর শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ১ মার্চ ২০১৫, ১২:৪৪ অপরাহ্ণ
সদর উপজেলা সংবাদদাতা ::
ইয়াছিন চৌধুরী ফাউন্ডেশন এর উদ্যোগে শিক্ষর্থীদের মধ্যে ২০১৫ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
২৮ ফেব্রুয়ারি শনিবার মৌলভীবাজার সদর উপজেলার খারগাও গ্রামে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান ভিপি মিজান।
বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাফিজ আলাউর রহমান টিপু।
অনুষ্ঠানে প্রতি বৎসরের ন্যায় ৫নং আখাইলকুড়া ইউনিয়নের ১৯টি স্কুলের ৭ জন ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থীকে বাছাই করে এসএসসি পর্যন্ত যাবতীয় খরচ ইয়াছিন চৌধুরী ফাউন্ডেশন থেকে বহন করা হবে বলে ঘোষণা করা হয়।
উল্লেখ্য, প্রতি বছর নতুন করে ৬ষ্ট শ্রেণীর ৭জনকে বাছাই করে এসএসসি পর্যন্ত পড়ালেখার খরচ ইয়াছিন চৌধুরী ফাউন্ডেশন থেকে বহন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আব্দুর রউফ চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন দাইহান চৌধুরী, ফজলু চৌধুরী, রুহ্ আফজা, রমজান আলী প্রমুখ।