কমলগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০১৫, ১২:৫৫ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে আদমপুর বদরুন নাহার ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। আজ ২৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় স্কুল প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠান করা হয়েছে।
চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়ার সভাপতিত্বে ও আব্দুল গণি দুলালের পরিচালনায় স্কুল ড্রেস বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক রফিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,আহমদ আলী, কাজী মুজিবুর রহমান, রেজওয়ানা ইয়াসমিন সুমি, হারুনুর রশিদ ভূঁইয়া, শাব্বির এলাহী, আব্দুল কালাম, মামুনুর রশিদ ভূঁইয়া, সালিক আহমদ ভূঁইয়া ও অরুন কুমার সিংহ, আব্দুর রউফ তোতা ও আব্দুল কাদির।
অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষার্থীদের আদমপুর ইউ,পি চেয়ারম্যানের পক্ষ থেকে স্কুল ড্রেস বিতরণ করা হয়।