রোববার ও মঙ্গলবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০১৫, ১২:১৬ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতালের কারণে আগামীকাল রোববার ও আগামী মঙ্গলবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর মধ্যে আগামীকালের পরীক্ষাটি হবে ১৪ মার্চ। আর মঙ্গলবারের পরীক্ষার তারিখ পরে জানানো হবে।
অন্যদিকে হরতালের কারণে স্থগিত করা ১২ ফেব্রুয়ারির পরীক্ষার নতুন তারিখ ধার্য করা হয়েছে ১৩ মার্চ।
আজ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাজধানীতে তাঁর সরকারি বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান।