রাজনগরে নিহত স্কুল ছাত্রের দাফন সম্পন্ন, হত্যার ঘটনায় আটক আরও ১
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০১৫, ১১:১১ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগরে উদ্ধার করা স্কুল ছাত্র শেখ রায়হান আহমদের হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ জুবেল মিয়া (১৮) নামে এক যুবককে আটক করেছে। এব্যাপারে নিহত ছাত্রের মামা আব্দুল হক বাদী হয়ে রাজনগর থানায় ২ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। ঘাতকদের ফাঁসির দাবিতে মৌন মিছিল ও বিদ্যালয় মাঠে লাশ সামনে রেখে সমাবেশ করেছেন তার সহপাঠি ছাত্র ও শিক্ষকরা। এদিকে লাশের ময়নাতদন্ত শেষে আজ ২৮ ফেব্রুয়ারি শনিবার বিকাল সাড়ে ৩টার সময় আইডিয়েল হাইস্কুল মাঠে প্রথম জানাজা ও বিকাল ৫টার সময় তার পুরনো বাড়ি মেদেনিমহল গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পুলিশ সূত্রে জানা য়ায়, রাজনগর আইডয়েল হাই স্কুলে ছাত্র দক্ষিণ খারপাড়া গ্রামের শেখ সেলিউর রহমানের ছেলে রায়হান গত বৃহস্পতিবার রাতে পার্শ্ববর্তী বাড়ির গৃহকর্মী জায়েদের (১৯) সঙ্গে রাত ৮টার সময় বের হয়ে নিখোঁজ হয়। পরদিন (শুক্রবার) ১৮ ঘন্টাপর বিকালে ৪টার সময় উপজেলার সারমপুর এলাকার ক্ষেতের জমি থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় আটক জায়েদকে পুলিশ আটক করলে তার স্বীকারোক্তির ভিত্তিতে ওই সময়ই পুলিশ উতাইসার গ্রামের জিলা মিয়ার ছেলে রুবেলকে আটক করে। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে নিহত রায়হানের মোবাইল ফোন ও বাইসাইকেল পৃথক স্থান থেকে উদ্ধার করে।
এদিকে জায়েদের দেয়া তথ্যমতে পুলিশ আটক রুবেলের আপর ভাই জুবেল মিয়া (১৮) কে গতকাল শুক্রবার রাতেই আটক করেছে। গ্রেপ্তার হওয়া জায়েদ পুলিশকে অসংলগ্ন তথ্য দিয়ে বিভ্রিন্ত করছে বলে জানিয়েছে তদন্তকর্মকর্তা। রয়হান হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার ও অধিকতর তদন্তের জন্য অভিযান অব্যাহত রেখেছে।
আজ শনিবার বিকালে রাজনগর আইডিলে হাইস্কুলের ছাত্ররা রায়হান হত্যাকারীতে ফাঁসির দাবিতে মৌন মিছিল করেছে। বিদ্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি রাজনগর বাজার প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আছকির খান, অধ্যক্ষ জিলাল উদ্দীন, অধ্যক্ষ মো. ইকবাল, ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ, শিক্ষক সোলেমান হোসেন অভিভাবকদের পক্ষে কাজি আব্দুল আজিজ, ব্যবসায়ী ফারুকুজ্জামান খান, আশরাফুজ্জামান খান প্রমুখ।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সুজিত চক্রবর্তী জানান, সন্দেহভাজন আরও ১ জনকে আটক করা হয়েছে। আসামীদের নিয়ে অভিযান অব্যাহত রয়েছে। আরও জিজ্ঞাসাবাদের জন্যে আদালতে জায়েদ ও রুবেলে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে।