রূপগঞ্জে ট্রাকের চাপায় শিশুসহ নিহত ৪
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০১৫, ১২:৩৫ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পাথর বোঝাই ট্রাকের চাপায় অটোরিকশার চালক ও তিন আরোহী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও চারজন।
আজ ২৭ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে কর্নগোপ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ওসি মো. মাহবুবুর রহমান জানান, হতাহতরা সবাই অটোরিকশার আরোহী। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- অটো চালক কুমিল্লার দাউদকান্দি থানার নয়াকান্দি গ্রামের মোজাম্মেল (৪০), একই এলাকা সেন্টু মিয়ার ছেলে ইমন (৩), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার কান্দাইল এলাকার মো. কাদির (৭০), একই এলাকার রবির মিয়ার স্ত্রী আকলিমা বেগম (২৫)।
আহতরা হলেন- খাদিজা (৬), সুনতি (৬০), সেন্টু (২৫) ও মোহাম্মদ (৫)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশের মাহবুবুর জানান, ঢাকাগামী ট্রাকটির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
এতে চালক মোজাম্মেলসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় দুই শিশুসহ পাঁচজনকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে আকলিমার মৃত্যু হয়।