দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০১৫, ১২:০১ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজের সামনে মাইক্রোবাসের চাপায় সাজেদা খাতুন (৫০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
আজ ২৭ ফেব্রুয়ারি শুক্রবার ২৭ ফ্রেবুয়ারি দুপুর ১২টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে। সাজেদা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পার্বতীপুর গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী।
দক্ষিণ সুনামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যুর কথা স্বীকার করে জানান, দুপুরে সাজেদা সুনামগঞ্জ-সিলেট সড়ক পার হচ্ছিলেন। এসময় সিলেট থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাজেদা খাতুনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।