মৌলভীবাজারে পিডিবি’র পিকআপ ভ্যানে আগুন দিল দুর্বৃত্তরা
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০১৫, ৫:৩৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজার বিদ্যুৎ অফিসের বিতরণ বিভাগের একটি পিকাপ ভ্যান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা ।
বিদুৎ অফিস জানায়, আজ ২৭ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৫ টায় শহরের শাহমোস্তফা সড়কে বিদ্যুৎ অফিসের সামনে রাখা বিতরণ বিভাগের ব্যবহৃত একটি পিকাপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের দেয়া আগুনে গাড়ির ইঞ্জিন পুড়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।এ ঘটনার পর মৌলভীবাজার মডেল থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে।
মোলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্থা (ওসি) আবদুস ছালেক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এখনো পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি তবে নাশকতাকারীদের ধরার জন্য পুলিশের অভিযান চলছে।