কুলাউড়ায় চিত্রাংকন প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৫, ১২:১৮ অপরাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়ায় পরিবেশবাদী সংগঠন শেড অব নেচারের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কুলাউড়া ডাকবাংলো শিরিশতলায় ‘রং তুলিতে স্বপ্ন আঁক’ শীর্ষক এ চিত্রাংকন প্রতিযোগিতায় ৩টি বিভাগে বিভিন্ন স্কুলের প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আ.স.ম. কামরুল ইসলাম।