কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মানববন্ধন ও অবস্থান ধর্মঘট
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৫, ৯:৪০ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জে উপজেলা শিক্ষকদের তোপের মুখে পড়ে শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম যোগদান করতে পারেননি। গত ২৪ ফেব্রুয়ারি বুধবার দুপুর থেকে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে শিক্ষকরা প্রতিবাদ জানান। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার আহ্বানে আজ ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে এক মানববন্ধন ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়।
প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফয়ছল আল কয়েছ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, আদমপুর ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া, পতনঊষার ইউপি চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী, কমলগঞ্জ পৌর যুবলীগ সভাপতি মো. জুয়েল আহমদ প্রমুখ।
মানববন্ধন ও অবস্থান ধর্মঘট থেকে শিক্ষক নেতারা বলেন, বিতর্কিত উপজেলা শিক্ষা অফিসার মো. আনোয়ারুল ইসলামকে এ উপজেলা থেকে বদলীর আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা অফিসের সামনে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ডাকে এক প্রতিবাদ সমাবেশে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে শিক্ষক নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর পরিচালক (প্রশাসন) গত ২২ ফেব্রুয়ারি এক আদেশে সিলেটের বালাগঞ্জ থেকে কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার হিসেবে আনোয়ারুল ইসলাম গত ২৩ ফেব্রুয়ারি কমলগঞ্জ উপজেলায় যোগদান করার কথা ছিল। কিন্তু শিক্ষকদের তোপের মুখে তিনি কমলগঞ্জে যোগদান করতে পারেননি।
মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা বলেন, গত ২৩ ফেব্রুয়ারি কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করার কথা ছিল আনোয়ারুল ইসলামের। কিন্তু শিক্ষকদের আন্দোলনের ফলে তিনি কমলগঞ্জে যোগদান করতে পারছেন না। বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষ দেখবেন।