মৌলভীবাজার আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন, মছব্বির সভাপতি ও মিজান সাধারণ সম্পাদক
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৫, ৮:৫১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজার আইনজীবী সমিতির নির্বাচন গতকাল ২৫ ফেব্রুয়ারি বুধবার বিকেলে সম্পন্ন হয়েছে। নির্বাচনে অ্যাডভোকেট আব্দুল মছব্বির সভাপতি ও অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সভাপতি সাধারণ সম্পাদকসহ ১১টি পদে ২১ জন প্রার্থী ভোটে অংশ গ্রহণ করেন। ২৯৫ জন ভোটারের মধ্যে ২৭৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন অ্যাড. মুজিবুর রহমান মুজিব ও অ্যাড. কামাল উদ্দিন আহমদ চৌধুরী। সাধারণ পদে প্রার্থী হলেন সাবেক জিপি অ্যাড. এসএম আজাদুর রহমান আজাদ, অ্যাড. আনোয়ার আক্তার শিউলি ও অ্যাড. মিজানুর রহমান।
পরিষদের অন্য নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে অ্যাডভোকেট চাঁদ মুরারী সিংহ স্বপন ও সহ-সম্পাদক পদে অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম জাবেদ নির্বাচিত হন। এছাড়া লাইব্রেরি সম্পাদক বদরুল ইসলাম,সাংস্কৃতিক সম্পাদক অনুরুদ্ধ চক্রবর্তী নির্বাচিত হন। কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচিত হয়েছেন- জয়ত্রী দেব,রাজু আহমদ,কৃপা সিন্ধু ধর,মানিক রঞ্জন দে, নুরুল ইসলাম।