পেট্রোলবোমাসহ ছাত্রদলের কেন্দ্রীয় দুই নেতা গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৫, ৮:০৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
রাজধানীর গাবতলী থেকে ২০টি পেট্রোলবোমাসহ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন- ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. জাকির হোসাইন ও কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাশ।
আজ ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো মোবাইল ফোন বার্তায় এ তথ্য জানানো হয়।
পরে দুপুরে ডিএমপি কার্যালয়ে এক ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, গতকাল ২৫ ফেব্বুরুয়ারি ধবার রাতে গাবতলীর বসুপাড়ায় রোজিনা দোতলা বাস কাউন্টারের সামনে ছাত্রদলের কিছু নেতাকর্মীর অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদসহ ১০-১৫ জন পালিয়ে গেলেও ২০টি পেট্রোলবোমাসহ জাকির ও মৃণালকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
মনিরুল ইসলামের দাবি, কেন্দ্রীয় নেতাদের নিদের্শে ঢাকা ও আশেপাশের এলাকায় চলাচলকারী যানবাহনে হামলার পরিকল্পনা নিয়ে ওই এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন।
পুলিশের এই শীর্ষস্থানীয় কর্মকর্তা আরো জানান, জাকির ও মৃণাল হরতাল-অবরোধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে নাশকতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য উদ্ধার করা হবে।
ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন গোয়েন্দা পুলিশের উপকমিশনার শেখ নাজমুল আলম, মোহাম্মদ মাসুদুর রহমান ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ