শেয়ারবাজারে সূচকের উর্ধ্বগতি
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৫, ৭:২৪ পূর্বাহ্ণ
অর্থ-বাণিজ্য ডেস্ক ::
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবসে আজ ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ২০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৫৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৭৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ১৩২ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- আইডিএলসি, শাহজিবাজার পাওয়ার, সামিট অ্যালায়েন্স পোর্ট, বিএসসিসিএল, লাফার্জ সুরমা, মবিল যমুনা, এসিআই, ইউসিবিএল, ন্যাশনাল পলিমার ও স্কয়ার ফার্মা।
লেনদেন হয়েছে মোট ৫৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
গতকাল বুধবারের কার্যদিবসে লেনদেন হয়েছিল মোট ৩৪২ কোটি ৬৯ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ১৯ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৩৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫২৩ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১১৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দাম।
লেনদেন হয় মোট ৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
গতকাল বুধবার কার্যদিবসে লেনদেন হয়েছিল মোট ২৬ কোটি ৭০ লাখ টাকা।