কুলাউড়ায় ছাত্রশিবির সভাপতি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০১৫, ১২:৪১ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার (পশ্চিম) ছাত্র শিবির সভাপতি মেহেদী হাসান(২৪) কে গ্রেফতার করেছে পুলিশ। তার মাধ্যমে কুলাউড়ায় নাশকতার পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে পুলিশ। এই খবর পেয়ে তাকে মঙ্গলবার রাতে উপজেলার বরমচাল এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
মেহেদীর পরিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১টার দিকে বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর গ্রাম থেকে আটক করা হয় শিবির নেতা মেহেদীকে। কিন্তু আটকের ব্যাপারে পুলিশ গতকাল মঙ্গলবার সারাদিন মুখ খুলেনি। গত রাত ১০টার আটকের স্বীকার কথা স্বীকার করেছে।
আজ ২৫ ফেব্রুয়ারি বুধবার দুপুরে তাকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, ভাটেরা-ফেঞ্চুগঞ্জ সড়কে পেট্রোল বোমা দিয়ে গাড়ি পোড়ানোসহ নাশকতা ঘটানোর পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব পাওয়া ছাত্রশিবির নেতা মেহেদীকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।