বড়লেখায় আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০১৫, ১২:০৫ অপরাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ প্রায় ১৫ হাজার টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় ভদগা, অফিসার চয়েস, হুইসকি, ডুয়েলসসহ ৩৭ বোতল মদ উদ্ধার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে উপজেলার ঘোলষা গ্রামে অভিযান চালিয়ে হরি দাসের পুত্র হীরা লাল দাসের বসত ঘর থেকে আমদানি ও বিক্রি নিষিদ্ধ এসব মদ উদ্ধার করেছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বিক্রেতা হীরা লাল দাস ও লনি দাসগং পালিয়ে যায়।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আকবর হোসেন ও এসআই অসীম চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে ভারতীয় মদ বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার ঘোলষা গ্রামের হরি দাসের পুত্র হীরা লাল দাসের বাড়িতে উপস্থিত হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বিক্রেতা হীরা লাল ও লনি দাসগং পালিয়ে যায়। পরে পুলিশ হীরা লাল দাসের বসত ঘর তল্লাশি করে আমদানি ও বিক্রি নিষিদ্ধ ৩৭ বোতল মদ উদ্ধার করে।
মদ উদ্ধারের ঘটনায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়েছে। মামলা নং-১০। মামলার আসামীরা হল ঘোলষা গ্রামের হরি দাসের পুত্র হীরা লাল দাস ও মৃত পুতুল দাসের পুত্র লনি দাস।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান আমদানি ও বিক্রি নিষিদ্ধ ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধারের সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়েছে।