ছাত্রদের পক্ষ থেকে ৯০ হাজার টাকা প্রদান
একাধারে ৩৯ বছর নিঃস্বার্থ শিক্ষাদানের পর অবসরে শিক্ষক
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০১৫, ১১:২৮ পূর্বাহ্ণ
মহসীন মুরাদ ::
একাধারে ৩৯ বছর নিঃস্বার্থ শিক্ষাদানের পর অবসর নিলেন নিলেন শিক্ষক। দেশে ভিতরে তথা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তার অসংখ্য ছাত্র। ইসলামী ভাবধারার এ শিক্ষক শুধুমাত্র ইসলামী শিক্ষাই দিয়েছেন তা নয়। তিনি একাধারে মানুষ হয়ে গড়ে উঠার পথ দেখিয়েছেন ছাত্রদের। শিখিয়েছেন আদর্শ জীবন যাপন করার পদ্ধতি।
১৯৭৬ সালে সিলেটের জকিগঞ্জ থেকে এসে সদর উপজেলার আখাইলকড়া হাফিজিয়া মাদরাসা প্রতিষ্ঠা করেন আলহাজ হাফিয আব্দুল হান্নান। প্রথমে সাধারণ একটা ঘরের মাঝে কুরআন শিক্ষা দিলেও। পরবর্তিতে এলাকার মানুষের দুয়ারে দুয়ারে হেটে সুপারি, ধান, চাল, উত্তোলন করে প্রায় ৪০ বছরে জেলার নামকরা ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠান হিসাবে এ মাদরাসাকে প্রকাশ করেতে পেরেছিলেন। এতে অনেকসময় খেয়ে না খেয়ে ছাত্রদের কল্যাণে শ্রমের পাশাপাশি আর্থিক সাহায্য করে গেছেন বলে জানিয়েছেন সাবেক ছাত্ররা। বর্তমানে বার্ধ্যক্যের কারণে তিনি শিক্ষকতা থেকে অবসরে নিয়েছেন। ফলে এ প্রতিষ্ঠানের পুরোনো ও বর্তমান ছাত্ররা মিলে নগদ ৯০ হাজার টাকা চিকিৎসার জন্য দিয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা অনুষ্ঠানাকারে তারা এ টাকা প্রদান করে। আখাইলকুড়া হাফিজিয়া মাদরাসায় মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।
সাবেকছাত্র হাফিজ আবদুল মুকিতের সভাপতিত্বে, হা. জামাল আহমদ ও মোহাম্মদ আলী খান জায়েদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী, আখাইলকুড়া ইউপি আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক লোকমান খান নবীন, ম্যানেজিং কমিটির সহ সভাপতি গোলাম মোস্তফা, জগৎপুর দাখিল মাদরাসার প্রভাষক মাওলানা গৌছ উদ্দিন, সাবেকছাত্র আইনপুর মাদরাসার প্রধান শিক হা. মখদ্দুছ, আখাইলকুড়া হাফিজিয়া মাদরাসার বর্তমান প্রধান শিক হা. আব্দুল মুত্তালিব, হা. হারুন মিয়া, হা. আব্দুল কাদির, হা. সাজিদ আহমদ প্রমুখ।
সাবেক ছাত্র মহসীন আহমদ, মুজিবুর রহমান, রুশন উদ্দিন, জুয়াহির উদ্দিন, আনিছ আহমদ, সাহাব উদ্দিন, সাহেদ আহমদ, প্রমুখ।