মাহমুদুর রহমান মান্না ‘আটক’, পুলিশের অস্বীকার
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০১৫, ১১:৩০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বাংলাদেশের রাজধানী ঢাকায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে ‘আটক’ করা হয়েছে।
আজ ২৩৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর রাতে ঢাকার বনানীর একটি বাড়ি থেকে তাকে ‘আটক’ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মাহমুদুর রহমান মান্নার স্ত্রী জানান, “সিভিল ড্রেসে এসেছে। তাকে কাপড় পড়ারও সময় দিচ্ছিলোনা। জোর করে, টেনে হেঁচড়ে নিয়ে গেছে। আমরা জানার চেষ্টা করবো কোথায় নেয়া হয়েছে। আইনি ব্যবস্থা নিবো”।
তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা মাহমুদুর রহমান মান্নাকে আটক করেনি।
সকাল দশটার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম এক প্রেস ব্রিফিং বলেন, “ডিবি বা ডিএমপির কোন ইউনিট তাকে আটক করেনি বা তার বাসায় যায়নি। অন্য কেউ নিলে আমাদের কাছে অভিযোগ করলে অবশ্যই বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করবো”।
তিনি জানান মান্নার পরিবারের দাবি খতিয়ে দেখছে পুলিশ।
বাংলাদেশে গত প্রায় দু মাস ধরে চলমান সহিংসতার প্রেক্ষাপটে জাতীয় সংলাপের দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছিলো নাগরিক ঐক্য।
সম্প্রতি মাহমুদুর রহমান মান্নার সাথে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত এক ব্যক্তির টেলিফোন আলাপের অডিও ক্লিপ গণমাধ্যমে প্রকাশিত হয়।
এসব টেলিফোন আলাপে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সামরিক বাহিনীর বিষয়েও মন্তব্য রয়েছে।
যে দুটো সাক্ষাৎকার ছেপেছে পাঠকদের অনুরোধ করবো যেন ভালো করে সেটা শোনা এবং পড়ে দেখার। কোথাও কোনো ষড়যন্ত্রের গন্ধ নেই, উস্কানি নেই।নিজের ফেসবুক পেজে মাহমুদুর রহমান মান্না এসব বিষয়ে মন্তব্য করেছেন।
সেখানে তিনি বলেছেন, ” সামগ্রিক ঘটনায় আমি বিস্মিত, দুঃখিত, মর্মাহত। এ পর্যন্ত আমার রাজনীতি জীবনে কখনও সহিংসতা, ষড়যন্ত্রকে প্রশ্রয় দেইনি। আমার অতীত ইতিহাস সাক্ষ্য দেবে। যে দুটো সাক্ষাৎকার ছেপেছে পাঠকদের অনুরোধ করবো যেন ভালো করে সেটা শোনা এবং পড়ে দেখার। কোথাও কোনো ষড়যন্ত্রের গন্ধ নেই, উস্কানি নেই”।
তিনি আরও বলেন, “….আমার এই বক্তব্যকে বিকৃতভাবে ব্যাখ্যা করা হয়েছে। যেন আমি লাশ চাই। একইভাবে সেনাবাহিনীর কোনো কোনো কর্মকর্তা আমার সাথে কথা বলতে আগ্রহী হলে বলব কি না সে কথা জানতে চাইলে, আমি বলেছি রাজি আছি। আমি রাজনীতি করি সবার সঙ্গে কথা বলতে হয়। এটা থেকে এক এগারো বা সামরিক কু’য়ের ষড়যন্ত্রের আবিষ্কার হয় কিভাবে? যেখানে এরকম কোনো বৈঠকই হয়নি…”।
এ পটভূমিতে সোমবারই মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছিলো ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা।
গতকাল সোমবারই শান্তি ও সংলাপের দাবিতে ঢাকায় গণমিছিলের কর্মসূচি ছিল নাগরিক ঐক্যের। কিন্তু শেষ পর্যন্ত সে কর্মসূচি বাতিল করা হয়।
এ পরিস্থিতিতে মাহমুদুর রহমান মান্না আজই এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বলে সাংবাদিকদের জানিয়েছিলেন।