কমলগঞ্জে বিতর্কিত শিক্ষা কর্মকর্তার যোগদানে শিক্ষকদের ধর্মঘট ও মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০১৫, ৫:৪১ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সিলেটীদের কঠুক্তি করে বক্তব্য প্রদান করায় বিতর্কিত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কমলগঞ্জে যোগদানের প্রতিবাদে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রায় দুই শতাধিক প্রাথমিক শিক্ষক অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল ২৩ ফেব্রুয়ারি সোমবার সকাল নয়টা থেকে বিকাল পর্যন্ত শিক্ষকরা অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
জানা যায়, শিক্ষক আন্দোলনের মুখে তিনি বালাগঞ্জ উপজেলায় থাকতে না পারলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দ্রুত তাকে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বদলী করেন। সেখানেও তিনি শিক্ষকদের আন্দোলনে ঠিকতে না পেরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২২ ফেব্রুয়ারি স্মারক নং প্রাশিঅ/৮টি/০৯টি/প্রাই/(প্র.শা)/২০১৪/৫৭ মূলে আনোয়ারুলকে কমলগঞ্জে বদলী করে ২৩ ফেব্রুয়ারির ভিতর যোগদানের নির্দেশ দেয়। খবর শুনে সোমবার সকাল নয়টা থেকে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষক প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অফিসের সামনে অবস্থান ধর্মঘট শুরু করে। কমলগঞ্জের সরকারি প্রাথমিক শিক্ষকরা কোনভাবেই এই বিতর্কিত প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে গ্রহন করবে না। অবিলম্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ বদলী আদেশ বাতিল করতে হবে বলে শিক্ষকরা দাবি জানান। এ ব্যাপারে সোমবার কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মহা-পরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে স্মারকলিপি প্রেরণ করা হয়।
অভিযোগ সম্পর্কে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলা মোবাইল ফোনে বলেন, এখন কোন কথা বলতে পারবেন না। মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পাঞ্চানন বালার সাথে কথা বলার চেষ্টা করে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখার হোসেন ভূঁইয়া বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাকে যে নির্দেশনা দিবেন তা তিনি মেনে নিতে হবে।